যে পথ ধরে মানুষ হেঁটেছে চিরকাল
            বেঁধেছে বেঁচে থাকার স্বপ্ন ।
যে পথ ধরে ডানা মেলে ছিল চেনা-অচেনা
প্রজাপতির দল
তারাও ভাবেনি কখনো একদিন পথ খুঁইয়ে যাবে ।
নদীর তীরে যে মেয়েটা প্রতিদিন তোমার প্রহর গুনতো
       তোমার বুকের শিকল ছিঁড়বে বলে
তোমায় ভালোবাসবে বলে
সেও বুঝি ছায়াপথ ধরে চলে গেছে অদূরে ।
বালির বাঁধের উপর স্বপ্ন গড়া যায়,  ঘর বাধা যায় না !
আবেগের মোহভঙ্গ হলে সব কিছু হারিয়ে যায় ।
ফিকে হয়ে যায় চেনা রঙ ও
       পাথর বুকে হারিয়ে যেতে হয় নিজেকেও অনন্ত ছায়াপথ ধরে ।