ফিরে আসা শৈশব
**** প্রদীপ চৌধুরী ***
আমি আমার ফেলে আসা বসন্তের খাতায়
        শৈশব খুঁজতে থাকি
জানি সেসব শৈশবের গলায় শেষ মালা পড়েছে
   দু দশক অতিক্রান্ত হল এই বসন্তে |
শিউলি ফুল খোঁপায় বেঁধে এক ভ্রমর
    গুনগুন করতো ডালিম তলায়,
ডালিম গাছ নেই, ভ্রমর আজ উদবাস্তু
   আসলে শৈশব আর যৌবনের একটা ফারাক
  শেষ বসন্তের রোদে দিগন্তে মিলে যায় |
দিগন্ত ছুঁতে পারলেই শৈশব ফিরে আসে |