ক্লান্তি
*** প্রদীপ চৌধুরী ***


আমার রেল লাইনের উপর একটা ক্লান্তি যাওয়া আসা করে
আমি শব্দ শুনতে পাই আমার ঘুমন্ত কানের পাশে |
অন্ধকার হাঁটতে হাঁটতে নদী স্রোতে হারিয়ে যায় |
    আমি অনুভব করি বৃদ্ধ ক্লান্তির ভালবাসা
আমার শরীর বেয়ে শিহরণ জাগায় |
এভাবে একটা কল্পনা রুপকথার শিকড় ছিঁড়ে
  বাস্তবে জন্ম নিতে চায় |
আমি পৃথিবীর দরজা খুলে একবার উঁকি মারি
    তারপর আমার দরজার সামনে দাঁড়ায়,
দেখি পুরাতন রেলপথ বেয়ে ক্লান্তি ক্লান্ত হয়ে
   আমার শরীরে ভালবাসার একটা চুমু দিয়ে যায় |