নীরবে কেউ কথা বলে
  **** প্রদীপ চৌধুরী ****
একান্ত মন যখন আকাশের রামধনু হয়
    নীরবে শুনতে পায় তখন আমি, তোমার কণ্ঠ |
তোমার আবদার ভেজা গলায় ভেসে আসে
    আলতো দুষ্টুমি, একটু স্নেহ |
এক টুকরো ঘাস তুলে এনে তুমি যখন শিশির দেখাও
    আমি অনুভব করি তোমার শীতল অনুভূতি |
     জানো, একটা কোকিল খুব বেয়াদব !
আনমনে আমি জানলায় বসলেই ও গান গায় |
   শুধু তোমার কথা বলে |
সেই কোকিলের ডানায় আমি একটা ভালবাসা এঁকে দেব
    তুমি একটু নামিয়ে নিও |
একটা কথা আজও বলা হয়নি
    আমি ঘুমিয়ে পড়লে নীবরে কেউ কথা বলে
    কেউ গান করে, সেইকি তুমি ?
যার তুলিতে মন আকাশের রামধনু হয় !