***ছোটোদের ছড়া***
    পড়ায় ফাঁকি
**প্রদীপ চৌধুরী**


পড়তে আমায় লাগে না ভাল
    তবু সবাই করাই পড়া,
পড়তে বসে ফুরুত করে
    পালিয়ে গিয়ে দিয় না ধরা|
পালিয়ে গিয়ে আমি যখন
      মাঠে এসে ব্যাট করি,
পিছন দিকে তাকিয়ে দেখি
     বাবা নিয়ে আসছে ছড়ি|
ব্যাট ফেলে আমি তখন
    মারি এক দৌড়,
বাবা বলে ধরতে পারলে
      ভাঙবো ঠ্যাং তোর|
সন্ধ্যা হলে চুপটি করে
    বাড়ি ফিরে আসি,
বাবার থেকে বাঁচার জন্য
    বইটা নিয়ে বসি|
সারাদিন সবার মুখে
     একই কথা, পড়,
না পড়লে খেতে হবে
    থাপ্পর ও চড় |
সকালে উঠে পড়তে বসে
    আঁকি আমি ছবি,
সাড়ে-আটটা বেজে গেলেই
     দেখি আমি টিভি|
এগারো টাই স্কুলে
   যেতে হয় তাই যায়,
একটা পড়াও করি নাকো
      মাস্টারের মার খায়|
চারটে সময় ছুটি হলে
    বাড়ি ফিরে আসি,
প্রতিদিনের মতো আমি
   বইটা নিয়ে বসি|