বজ্রাঘাত
****প্রদীপ চৌধুরী***


মুখ আঁধারি সন্ধ্যা লাগার বেলা
আবছা আলোয় কষ্টে পথ চলা
দেখি এক মানুষ হাঁটছে রোডের ধারে|


ঝিপ ঝিপিয়ে বৃষ্টি হলো শুরু
মেঘ ডাকানি সঙ্গে গুরু গুরু
চুব-চুবিয়ে ভিজিয়ে দিলো তারে|


হঠাৎ করে নামলো বজ্রঘাত
মাথায় যেন পড়লো হাজার আঘাত
রাস্তা থেকে লোকটা গেলো পড়ে|


পথে এখন শূন্য মানুষ জন
কেউ জানেনা কার হারালো স্বজন
পথের পথিক পথ হারালো মরে|