করাঘাত
*****প্রদীপ চৌধুরী******
অন্ধকার ভেদ করে ঘণ্টার শব্দ
শিহরণ জাগানো রাতের মাঝে,
প্রহরিরা সদা ব্যস্ত পাহারাতে
ঝিঝির ডাক নেই, রাত্রি নিঃস্তব্ধ|
ডাকাতেরা সব লুঠ করেছে রাতে
সঞ্চিত ধন যা ছিলো সব,
তাইতো রাতেও প্রহরি ঘুরছে
যেন অভাবি পেটে টান না পরে ভাতে|
মাঝে মাঝে তবু সন্দেহ হয় মনে
চুরির রাতে বাজেনাতো ঘন্টাধ্বনি,
যারা পাহারার দায় নিয়েছে নিজের কাঁধে
তবে কি তারা এসব কিছুই জানে?
এরাতো মহাজনের প্রহরির দল
এদের তো বিশ্বাস করা যায়না,
শোনায় এরা মধুর বাণী দিনে
করেনাতো এরা, রাতের মাঝেই ছল|
শুনেছি যাদের যতো বেশি আছে
তাদের ক্ষুধিত চোখ আরও বেশি চায়,
গরীবরা সব হারাক তাদের ধন
যা আছে সব বেচুক রাজার কাছে|