সভ্য সমাজ
****প্রদীপ চৌধুরী****


এসেছে যুগের পরিবর্তন
পাল্টেছে ইতিহাসের পাতা|
কিন্তু খুন খারাপি থেকেই গেছে
রক্তে রেঙেছে খাতা|
সমাজ সভ্য হয়েছে ঠিকই
কিন্তু চোখে আলো ফোটেনি,
বই পড়ে শিক্ষিত হয়েছে অনেকে
কিন্তু আসল জ্ঞান জোটেনি|
তবু আমরা বুক উঁচু করে
সভ্য সমাজে বাস করি,
আর যারা একটু অশিক্ষিত
দিন-রাত তাদের ভুল ধরি|
মাঝে মাঝে মনে হয়
যন্ত্র বুঝি ঢের শ্রেয়, মানুষের থেকে,
তবে দোষ নেই, মানুষ এখন শিক্ষিত তো
তাই শেখে না আর কারো দেখে|