যদি বৃষ্টি আসে
***প্রদীপ চৌধুরী***


মরুভূমির অদূর প্রান্তে এক ঝাঁক ক্যকটাস
জল নেই কোথাও, শুধু গরম হাওয়া
মরুভূমিতে মৃতপ্রায় পথিক জলের অপেক্ষায় বসে
যদি বৃষ্টি আসে|
মরুভূমির মরীচিকার মায়াজালে
চোখ ধোকা খেয়েছে বারবার, ক্লান্ত হয়েছে পা
বাড়ি ফেরার উপায় নেই, মুখে রসদ নেই, জল নেই
প্রাণ শুধু বৃষ্টির অপেক্ষায়...
যদি বৃষ্টি আসে|
বাড়ির চিন্তা ব্যাকুল করে মনকে
সোনামনিরা কেমন আছে কে জানে
করুণ চোখে জল চলে আসে
তবু বৃষ্টি আসে না আকাশ থেকে নেমে|
হে! প্রকৃতি বাঁচা মরা আজ তোমার হাতে
যদি জল দাও তবে সে বাঁচবে, আর যদি না দাও...
তবে মরুভূমি তুমি তাকে তোমার বালিতে কবর দিও|