বিরহের গান
****প্রদীপ চৌধুরী****
রঙিন স্বপ্নের মায়েজালে, ক্ষণস্থায়ী সুখে
দিন পেরিয়ে গেছে অনেক|
সেই তুমি আর নেই
     আমিও বুঝি না থাকারই মতো|
আজ আমরা দুই পথের মানুষ|
তুমি অন্য পথে চলছো আমায় উপেক্ষা করে
আমিও তোমায় না দেখার ভান করি
বট গাছের নীচে হয়না বসা আর
এখন শুধুই সেথা পাথর জমে আছে
আর জমে আছে ভুলের পাহাড়|
সেখান থেকেই ভুল বুঝাবুঝি শুরু|
আমি তোমায় তোমার পথে চলতে দিয়েছি
তোমার সুখেই সুখী হয়েছে প্রাণ
দেখো এখন আমার সব থেকে বেশি সুখ
বন্ধ তাই গাওয়া বিরহের গান|