শিশির ভেজা পথ
******প্রদীপ চৌধুরী******
পৃথিবীর বুক চিরে নেমে আসা একদল ক্রন্দনরত কুয়াশা
তার বিরহের ভাগ দিয়ে যায় শূন্য আকাশকে, ঘাসকে,
আর সেই শিশিরের কান্নায় দিনের মূর্চ্ছা যাওয়া ফুলেরা
খুঁজে পায় বেঁচে থাকার এক চিলতে রসদ|
সকালের উদীয়মান সূর্য, বিকেলে হাওয়ার সুভাষ
রাত্রের শিশির ভেজা ঘাসের গন্ধ
এ যেন এক সদ্য গড়ে ওঠা খেলাঘরের দিনলিপি|
  স্বপ্নে ভেসে আসা এক নারীর কাল্পনিক চিত্র|
যে নারী সকালে আলতা পড়া পায়ে
   হেঁটে যায় ভেজা শিশিরের পথ ধরে|
কখনো শিশির হৃদয় ভিজিয়ে যায়
তার কোমল শীতল পরশে,
কখনো বা নিয়ে আসে আমার প্রেয়সীর খবর,
ঘাসের শিশির বিন্দুর কণায়|