প্রেয়সী তুমি একবার ফিরে দেখ
*******প্রদীপ  চৌধুরী********
বৃষ্টি ভেজা বাদল দিনে    সন্ধা নামে ক্ষণে ক্ষণে
ভিজে থাকা মেঘের তীরে  আবছা আলোর বলয় ঘিরে
            কোথায় লুকিয়ে থাক?
  প্রেয়সী, তুমি একবার ফিরে দেখ|


জ্বলছে দেখ প্রদীপ ঘরে   দিগন্তের ওই সীমার পরে
বাজছে নপুর বধুর পায়ে   ভাসছে সুবাস শীতল গায়ে
     এমন দিনে মুখটা কেন ঢাক?
প্রেয়সী, তুমি একবার ফিরে দেখ|


মেঘেরা আজও খেলা করে  কে বুঝি কাকে ধরে
এ সবই তো চেনা বড়   হাজার বাধার পরও
    শুধু তোমায় দেখা হল নাকো!
প্রেয়সী, তুমি একবার ফিরে দেখ|


চেনা চেনা সুর    হয়ে গেছে দূর
তবু শুনি আনমনে    লুকিয়ে হৃদয় কোণে
      কখন তুমি ডাকো?
প্রেয়সী, তুমি একবার ফিরে দেখ|


হৃদয়ের সব রাগ    করে নেব আজ ভাগ
বাধা গুলো সব হারিয়ে দেব দূরে   সাগর জলে ছুঁড়ে
     তারপর তুমি ইচ্ছে যত বোকো!
প্রেয়সী, তুমি একবার ফিরে দেখ|