সময়ের বদল হলে
*** প্রদীপ চৌধুরী ***
সময়ের রুদ্ধ শ্বাস এসে পরেছে চোখের নিচে
কংক্রিট নিস্তব্ধতা পাথরের চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়ে
এক সময় রূপান্তরিত হয়ে যায়, সকালের সূর্য |
পাললিক শিলার নিচে কতগুলি দাম্পত্যের জীবাশ্ম
নতুন ভাবে অঙ্কুরিত হয়, শাখা মেলে |
কবরের নিচে যারা সংসার পেতেছে
     তারাও একদিন হিমগ্লোবিনের শিখা উত্তপ্ত করেছিলো |
সময়ের কষ্ঠি পাথরে ইতিহাসকে ঘষলে
রোমাঞ্চের সাথে সাথে যেমন কলঙ্ক বেরিয়ে আসে
  তেমনি বেরিয়ে আসে সভ্য সমাজের অসভ্যতা |