শূন্যতা
***প্রদীপ চৌধুরী***
সিগারেটের ছেঁকা দেওয়া একটা আকাশের ফুটোয়
নয়তো বা কোনো নরম কোমল বাতাসের গায়ে
তোমরা ভালবাসার স্মৃতি চিহ্ন রাখছ প্রতিনিয়ত|
মধুর মিলনের পরে বিরহের বেদনা প্রতিফলিত হয়েছে
আকাশের- বাতাসের পুড়ে যাওয়া ক্ষত স্থানে|
প্রাসাদের উপরে চক্ষু রঞ্জিত করা একখানি পোষ্টার
      নো স্মোকিং
তার উপরেও চলছে অবহেলার অকুণ্ঠিত অত্যাচার|
কে কার তোয়াক্কা করে?
তোমাদের কোমল ঠোঁট থেকে বেরিয়ে আসা একদল শূন্যতা
কেমন ভাবে দিগন্তে বিলিন হয় জানো না তো!
শুধু এটাই কি জানার
   আমরা দাঁড়িয়ে আছি বিশ্ব উষ্ণায়ণের নিচে|
এর কারণটা কে জানবে, শুধুই কি আকাশের শূন্যতা?