কি করে সে বুঝতে পারে সব কথাটা ?
একলা মনের, সঙ্গো্পনের, আকুলতা !
কি করে সে এমন করে,সত্যি কথার টুঁটি ধরে?


রক্তভেজা মন শরীর
অধীর করে, মাতাল হাওয়ায়
উড়িয়ে দেয়, ভাসিয়ে নেয়


দীর্ঘকালীন প্রসন্ন মুখ
মুখর করে গুঁড়িয়ে ভাঙ্গে
অসহ্য সে নীরবতা ?


শক্ত শক্ত একশো কথা মন ছোঁয় না;
সহজ ভাবে বুঝতে গেলেই হোঁচট খাওয়া;
ইঁটের ওপর ইঁট গাঁথতে নরম সিমেন্ট
রাজমিস্ত্রীর ছোট্ট এ কাজ চোখেই দেখা ।


রাতের পরে দিন আসে,
এতো জানা নিয়ম, যতি হীন
এই কথাটাই মানতে গিয়ে
হোঁচট খায় যে মন, তা অর্বাচীন ।


যত্ন নামক সুস্বাদু পদ,সামান্য তার লোভ
না পেলেই তা নির্বিশেষে স্ত্রী পুরুষে
ক্ষোভের ক্ষতির পাহাড় বাড়ে। ঠারে ঠোরে


সবাই জানে; জেনেশুনেই পাশবালিসে শুই
সহজ করে বুঝিয়ে দিলেন, চোখ খোলালেন
নির্মলেন্দু গুঁই ।