এই তো আমার সেই লেখাটা, ভেবেছিলাম যেটা।
এটা লিখেই ফার্স্ট হয়েছে! কুম্ভীলোক ব্যাটা।
জানল কখন ? হুঁউউ মনে পড়েছে।
হোলির দিন মালের ঝোঁকে, প্রথম দিকের লাইন গুলো
বলে ছিলাম ওকে।


এবার বোঝো! আমার পাঁঠা,আমার মূড়ো
বেবাক ঝেড়ে পেরিয়ে গেল লিটল ম্যাগের চুড়ো !
ভাবল আকাশ পালটে যদি বানিয়ে দেয় নদী;
মরুভূমি হয়ে যায়
তুফান দরিয়ায়।


অমনি আমি হোঁচট খাব।
ওরিজিন্যাল মেনে নেব
টুকলি করা ভাব?


মনে নেই শেফালি ফুল শরৎ কালে পূজোর সময় ফোটে
এটা তোকে আমিই বলি।
তুই নাহয় গুলিয়ে দিতে
একটু খানি কেতা নিতে
লিখলি ছাতিম গাছের কথা।
কিন্তু
আসলে তো সেই ফুলই ।।।


তবে! এখন বিচার কি হবে? কে করবে বিচার।
প্রাইজ মানির ঐ টাকাটা আসলে তো আমার।
আমার ই তো পাওয়ার কথা।


দিয়ে দিস ভালোয় ভালয়
নইলে তোর নিশি নিলয়
ভোগে যাবে।


আচ্ছা অন্তত অর্ধেক দিস
আমার পেগের থেকেও নাহয়
দু তিনটে তুই চুমুক মারিস।


ওকে...।