মেঘের নেশায় ডুবছে আকাশ
ভাসছে সাগর জল,
ঝড়ের দাপট ছিঁড়ছে বাঁধন
ভাঙছে শৃঙ্খল।


চোখের নেশায় মাতছে কিশোর
নবীন তরুণ প্রাণ,
বসন্ত প্রেমে প্রকৃতির বুক
শুনেছে পাখির গান।


মুক্তি নেশার উন্মাদ রসে
সিক্ত দামাল দল,
শৃঙ্গারে সবাই হতচকিত
বুকে অসীম বল।


নেশার শকট গড়ছে সমাজ
ছুটছে বাষ্প রথ,
এক নিমেষেই করছে পাড়
বিপদজনক পথ।


কোথাও আবার নেশার কামড়
করছে সবই গ্রাস,
তাজা খুনের রক্তে লেখা
হচ্ছে সর্বনাশ।


পিপীলিকা দল অগ্নিশিখায়
দিচ্ছে নীরবে ঝাঁপ,
চওড়া ছাতি চেনে না যে
জীবনের শেষ ধাপ।


নেশার ফাঁদ লিখছে মরণ
বাঁচার আশা ক্ষীণ,
তুফান মাঝে ঢেউয়ের দাপট
ক্ষত-চিহ্ন অন্তহীন।