সময় চলে আপন লয়ে
থামে না সে কভু,
স্মৃতিগুলো আমায় ডাকে
পিছন পানে তবু।


একলা বসে ঘরের কোণে
থাকি যখন আমি,
মনে পড়ে ছিলাম সেদিন
তোমার কাছে দামী।


কান্না হাসি রাশি রাশি
ছিলো তোমায় ঘিরে,
আলো ঝলমল ছিল শহর
ব্যস্ত নদীর তীরে।


আজকে সবই এলোমেলো
সময় স্রোতের টানে,
পাইনা খুঁজে আমার আমি
দুঃখ শুধু প্রাণে।


দিন থেকে রাত অপেক্ষাতে
প্রহরগুনি শুধু,
চোখের সামনে ভাসে দেখি
মরুভূমির ধুধু।