আষাঢ় গগন হলো মগন
কালো রঙের দেয়ায়,
বৃষ্টি ভিজে সবুজ বাগান
ভরলো কদম কেয়ায়।


জুঁই মালতি উঠলো ফুটে
বর্হীর নাচের তালে,
বাতাস আজই দোল দিয়ে যায়
কনক চাঁপার ডালে।


মন্ডুক ডাকে পথে ঘাটে
মাঠের জমা জলে,
ফড়িংয়ের দল ঘাসের বুকে
লাফ দিয়ে যায় চলে।


শালুক দোলে মনের সুখে
গ্রামের ধারে ঝিলে,
জলের পানায় ঢাকে পুকুর
সবুজ ভাসে নীলে।


কাদা প্যাচ প্যাচ দেহ ম্যাচ ম্যাচ
মন বসে না কাজে,
পুরানো ওই বেতারে আজ
বাদলের গান বাজে।