'অগ্নিবীণা' উঠলো বেজে নজরুল গীতির গানে,
এলো ধেয়ে প্রতিবাদ ঝড় চেতনা বিহীন প্রাণে।


বাঁধা হলো প্রলয় সুরে অনিয়মের রথে,
জাগলো যত বিদ্রোহীরা নামলো তারা পথে।


ভষ্ম হলো অত্যাচারী শাসক দলে দলে,
মাথা সবাই করলো নত কাজীর পদ'তলে।


পড়লো ভেঙে কারার প্রাচীর দুষ্ট রাজার ঘাড়ে,
আলোর পথ যে মুক্তি পেলো জমাট অন্ধকারে।


নিনাদিত হলো বিজয় শঙ্খ ওই সাম্যবাদী সুরে,
ধ্বংস হলো ধর্ম বিভেদ জ্ঞান আনলে পুড়ে।