নানা ধর্ম নানা জাতির
কোন্দল দেখি রোজ,
ভাই রাখে না নিজের ভাইয়ের
কোনোরকম খোঁজ।


বিভাজন আজ রন্ধ্রে রন্ধ্রে
ভয়ানক এক বিষ,
কারোর সাথেই হয় না কারো
কোনো যে মিল'মিশ।


মানবজাতি ভুলেছে আজ
সবার রক্তই লাল,
বিপদ এলে রক্ত ছাড়া
হবে সে নাজেহাল।


কৃত্রিমভাবে রক্ত তৈরি
সম্ভব আজও নয়,
রক্তদানেই বাঁচে যে প্রাণ
কাটে মৃত্যু'ভয়।


রক্তের কোনো হয় না জাত
ধর্মের ভেদাভেদ,
জানেনা রক্ত--- ধর্মগ্রন্থ
কোরআন পুরাণ বাইবেল বেদ।


রক্তের চাহিদা মেটায় শুধু
মহৎ রক্তদান,
মানব রক্তেই বাঁচে মানব
ফেরে রোগীর প্রাণ।


নিয়ম মেনে রক্ত দিলে
ভয়ের কিছু নেই,
রক্তদাতা যে ঈশ্বরের রূপ
সব গ্রহীতার কাছেই।