চন্দ্রালোকের জোৎস্না আলোয়
তুমিও হয়েছিলে পরিতৃপ্ত একমুঠো আলোর স্নিগ্ধ ছোঁয়ায়।


নীল পাহাড়ের বুকে হাত ধরাধরি করে
দুজনেই ছুটে গিয়েছিলাম জমাট বাঁধা বরফের শীতল আস্বাদ নিতে।


অসীম শূন্য আকাশের মাঝে
দুজনেই খুঁজে নিয়েছিলাম আকাশের বুকে উজ্জল ধ্রুবতারা ।


শিশির ভেজা কোনো এক সন্ধ্যায়
পাকা ধানের ঘ্রাণে,ঝিঁঝিঁ পোকার ডাকে অনুভূত হয়েছিল হৈমন্তীর স্পন্দন।


পাখির গানের ভৈরবী সুরে
বসন্তের রঙ মেখে কথা দিয়েছিলে চিরদিন পাশে থাকার।


তবে কেনো...
খসে গেল সেই ধ্রুবতারা....
বসন্তের রঙ কেনো হলো আজ ফিকে...
ধানের ঘ্রাণ,ঝিঁঝিঁ পোকার ডাক মিলিয়ে গেল শীতের ঘন কুয়াশার আড়ালে...
কেন মোর এই শূন্য জীবন
হারিয়ে গেল জমাটবাঁধা নীল হিমবাহের বুকে..???


বলতে পারো.....???