বন্ধু মানে সুখের চাদর
মন খারাপের দিনে,
বছর পরে দেখা হলে
নেয় ঠিকই যে চিনে।


বন্ধু মানে মনের মাঝে
জমা অনেক কথা,
থাকলে সাথে বেজায় খুশি
ভুলে সকল ব্যথা।


বন্ধু মানে একই সাথে
পড়তে যাওয়া পথে,
পাল্লা দিয়ে যুক্তিতর্ক
মিল না হলে মতে।


বন্ধু মানে টিফিন হলেই
স্কুলে কাড়াকাড়ি,
একটু ঝগড়া হলেই বলা
তোর সাথে আজ আড়ি।


বন্ধু মানে সব খবর যে
বলা তারই কাছে,
না বলা ওই গল্পগুলো
মনে জমে আছে।


বন্ধু মানে পাড়ার মাঠে
জমজমাটি খেলা,
রোদে পুড়ে জলে ভিজে
স্বপ্নের ছেলেবেলা।


বন্ধু মানে বিপদ এলেই
তাকে কাছে ডাকা,
সে ছাড়া যে জীবন তরী
লাগে বড়ো ফাঁকা।


বন্ধু মানে হাজার স্মৃতি
ভরা সকল পাতা,
বন্ধু ছাড়া শূন্য জীবন
শূন্য জীবন খাতা।