সবুজ মোদের পৃথিবী যে
বৈচিত্র্যতে ভরা,
বৃক্ষ আনে বৃষ্টি ডেকে
দূর হয়ে যায় খরা।


পশু পাখি সবাই তাদের
সবুজেই ঘর বাঁধে,
সবার সুখের দায়িত্ব যে
একাই সে নেয় কাঁধে।


স্নেহ মায়ায় মায়ের মতো
নেয় যে তাদের যত্ন,
প্রকৃতিতে বৃক্ষ মানেই
অমূল্য এক রত্ন।


বৃক্ষ নিধন ডাকে বিনাশ
সকল প্রাণীকুলে,
পৃথিবীতে তারাই সবের
ভারসাম্যের মূলে।


বাড়বে দুর্যোগ বাড়বে দূষণ
বাড়বে সবার কষ্ট,
বৃক্ষ ছাড়া পৃথিবীতে
প্রাণী জগৎ নষ্ট।