আষাঢ়ের বর্ষাতে মাঠ ভরে জলে
টৌকা মাথে চাষী ক্ষেতে বীজ বুনে চলে।


কিছু দিনে ক্ষেত ভরে সবুজ চারায়,
তাই দেখে চাষী মন খুশিতে হারায়।


তালসারি রকমারি গাছের বাহার,
বকগুলো মাঠে বসে সারে যে আহার।


ভেসে যায় উড়ো মেঘ অসীমের পথে,
মাঠ ঘাট পার হয়ে দুরন্ত রথে।


গোলা ভরা ধান হবে দুঃখ হবে দূর
আকাশে বাতাসে যেন ভাসে সেই সুর।