এসো আমার শহরে বন্ধু-- ধুলোমাখা গায়ে জলপথ-স্থলপথ-আকাশপথ ধরে,
তোমার জন্য রুজি রুটি রোজগার সাজিয়ে রেখেছি আমি থরে থরে।


এসো বন্ধু আমার শহরে বিনোদনে কিংবা শপিং কমপ্লেক্সে,
একমুঠো ভালোবাসা বুক ভরে নিয়ে যাও তুমি আমার শহরে এসে।


তুমি এসো বন্ধু আমার শহরে ক্লান্ত শোকস্তব্ধ মিছিলে,
কিংবা প্রতিনিধি হয়ে রাজবেশে জনসমাগমের সামিলে।


তুমি রোজ এসো বন্ধু শিক্ষা-শিল্প-বাণিজ্যের নেশাতে,
কথা দিলাম--দিন হোক বা রাত মোরা হাঁটবো দুজন একইসাথে।


তুমি এসো বন্ধু বারে বারে কল্লোলিনী বুকে ফুলের ভ্রমর হয়ে
চিকিৎসা-স্বাস্থ্য-প্রেম-আবেগ আর পুরানো ট্রাম লাইনের মোহে।


তুমি এসো বন্ধু কফি হাউসে, বই পাড়াতে, ইডেন গার্ডেনের মাঠে,
হেঁটে যাও গোধূলি আলোকে ভিক্টোরিয়া, মিলিনিয়াম কিংবা প্রিন্সেপ ঘাটে।


তুমি এসো ছুটিতে, পিকনিকে, কিংবা শিক্ষামূলক ভ্রমণে,
বিজ্ঞান-ইতিহাস-ভূগোল সবই রেখেছি সাজিয়ে তোমারই জন্য-- যতনে।