চিনতে পারছ?আমায় চিনতে পারছ?
পড়ছে মনে আমার মুখের আদল?
পড়ছে না তো?


খুব স্বাভাবিক!
পাল্টেছি আমি, পাল্টেছো তুমি।
ঘটেছে কত ইতিহাসের পালাবদল।


বৃষ্টি ঝরেছে, মেঘ করেছে
ঝড়ও এসেছে বছর বছর,
কেবল তুমি আসোনি।


আসবেই বা কেনো?
তখন তো আর তোমার
কোন কিছুর অভাব ছিলনা।
যখন যা চাইতে,তাই পেতে।
ফেলে ছড়িয়ে নষ্ট করেছ কত।


আজ তুমি নিঃস্ব --- যাকে বলে সর্বহারা।
তাই হুঁশ ফিরেছে তোমার।
মৃত্যুর পরোয়ানায়
তুমি বুঝতে পেরেছ তোমার ভুল।


ক্ষমা চাইছো?
তাতে আমার কি?
যা হয়েছে বেশ হয়েছে। ভালো হয়েছে।


একদিন তুমি বন্দী করতে...
আর আজ নিজেই বন্দী।
একদিন মুখোশ পরতে নিজের খুশিতে,
নিজেকে লুকোতে বা অন্যকে ভয় দেখাতে।


আর এখন!