ডাক্তার তুমি ঈশ্বরের রূপ
করো জীবন দান,
তোমার হাতেই মুমূর্ষু রোগী
ফিরে পায় তার প্রাণ।


ডাক্তার তুমি স্টেথোস্কোপ হাতে
আমাদের রক্ষা কর্তা,
অসুর রূপি সব ভাইরাসকে
দাও হুঙ্কার বার্তা।


ব্যাকটেরিয়া মরে তোমার ওষুধে
সারে জ্বর জ্বালা,
তোমায় দেখে ক্ষতিকর প্রোটোজোয়া
ছত্রাক বলে পালা।


তুমি সাড়াও কঠিন অসুখ
ক্যান্সার বা টিউমার,
জীবনদায়ী ওষুধেই তোমার
রোগী প্রাণ পায় আবার।


মহামারী কিংবা কোন যুদ্ধক্ষেত্রে
বাঁচাও জীবন রোজ,
যক্ষা কলেরা জন্ডিস এইডস
সবারই রাখো খোঁজ।


কিছু অসাধুর জন্য শুনতে হয়
তুমি ঠক প্রবঞ্চক,
ভুলে যায় মানুষ দেবতারূপে
তুমি তাদেরই সেবক।


দিনরাত এক করে তুমি
করো রোগের সাথে লড়াই,
কখনো তবু তোমায় দেখিনি
করতে নিজের বড়াই।


দুর্ঘটনা থেকে শল্যচিকিৎসায়
অতুলনীয় তোমার অবদান,
প্রতিদিন প্রতিক্ষণে, হে ডাক্তার
তোমাকে জানাই সম্মান।