সম্বল বলতে "এই দুই বিঘা" সব বোঝেনই তো প্রভু,
এ যে মোর----- প্রাণের প্রিয়,আমি যাইনি ছেড়ে কভু।


করেছি চাষ বারোটা মাস, বেঁধেছি আমি এর বুকে সংসার,
জমি ছাড়া---অনাথ আমি, আমার জীবনের ষোল আনাই ছারখার।


বাবু বললেন হাসিমুখে----আহা! টাকা কিছু দেবো,
বিনিময়ে এই জমিটাকে শুধু কিনে আমি নেবো।


তোর এই জমি জুড়ে হবে বিশাল বিশাল শপিং কমপ্লেক্স,
নামিদামি দোকান কতো----আর সিনেমা মাল্টিপ্লেক্স।


বাবু রক্ষা করুন আমায়---এই জমি মোর সাত পুরুষের দান,
একে বেচে হবো না লক্ষ্মীছাড়া ,দিতে হয় দিয়ে দেবো প্রাণ।


বেশ! তবে তাই হোক বলে---বাবু চললেন ফিরতি পথ ধরে,
গোধূলি আলোয় সবুজ ঘাসের উপর কেবল একটি নিথর দেহ রইলো পড়ে।