আপন খুশির মেজাজেতে
আমার হৃদয় থাকতো মজে,
আজকে হৃদয় থমকে গেছে
বেড়ায় কেবল খুশি খুঁজে।


নিত্যদিনের কাজের চাপে
শরীর আমার ধুঁকতে থাকে,
ভুলে ভরা অঙ্ক সবই
জীবন হারায় পথের বাঁকে।


পিছন পানে তাকাই কেবল
নেই যে উপায় ফিরে যাওয়ার,
দিন যত যায় বুঝতে পারি
অমিল হিসাব চাওয়া-পাওয়ার।


একলা হয়ে চলার পথে
খুঁজে ফিরি তাইতো দিশা,
দিনে দিনে বাড়তে থাকে
চারিদিকে অমানিশা।


ভালোবাসা পাওয়ার আশায়
ঘুরে ফিরি পথে পথে,
ক্লান্ত আমার শরীরটা যে
ভরে ওঠে দুঃখ ক্ষতে।