গরীব বলে, ও ধনী ভাই
দুঃখ তোদের কিসে?
ভাত কাপড়ে বেশ তো আছিস
এই সমাজে মিশে।


আমরা হলাম কৃষক মজুর
দিনে রাতে খাটি,
খাবার জন্য তোদের দোরে
করি কান্না'কাটি।


তোরা খাবার নষ্ট করিস
জুয়ায় ওড়াস টাকা,
তবুও যে তোদের পকেট
হয় না কভু ফাঁকা।


নুনের খোঁজে পান্তা ফুরায়
বলবো কত কষ্ট,
সারাজীবন তোদের সেবায়
মোদের জীবন নষ্ট।


বলতো মোদের কি এমন দোষ
শাস্তি কিসের তরে,
কিসের পাপে গরীব মানুষ
রোজের এতো মরে?