জন্মের আগেই হিসেব শুরু
মৃত্যুতেও নেই শেষ,
ভালো-মন্দ সকল কর্মের
যায় যে থেকে রেশ।


হিসেব কষে পিতা মাতা
গর্ভাবস্থায় রোজ,
ভবিষ্যতে রাখবে সন্তান
কতটা তাদের খোঁজ।


প্রথম আলো দেখার পরই
নতুন হিসেব শুরু,
হৃদযন্ত্রে কম্পন ধ্বনি
বুকে দুরু দুরু।


খাওয়া-দাওয়া হাঁটা-চলা
হিসেব করেই সব,
হিসেব বিহীন কথার ফলে
হয় যে কলরব।


পড়াশোনার হিসেব শুরু
খাতা পেনের যুদ্ধ,
নম্বর নম্বর প্রতিযোগিতা
হাসেন দেখে বুদ্ধ।


চাকরির আগে চাকরির পড়ে
হিসেব অহরহ,
আপন জনের ক্ষতি করে
পদন্নতির মোহ।


মাস মাইনের হিসেবে চলে
সাদা কাগজ পেনে,
সবার প্রথম সবাই যে আজ
টাকাটাকেই চেনে।


মৃত্যুর আগের মুহূর্তেতেও
সম্পত্তির লোভ টান,
শেষ নিঃশ্বাসেও হিসেব কষে
মুমূর্ষ রোগীর প্রাণ।