আঘাত যত করো আমায়
তোমায় ঘৃণা  করবো না,
তোমার দেওয়া আঘাতগুলো
কাউকে আমি বলবো না।


কোমল বেশে এসো তুমি
প্রলয় রূপে এসো না,
তোমায় ছাড়া কাউকে আমি
ভালোবাসতে পারবো না।

প্রখর রোদে গ্রীষ্ম তাপে
তোমায় ছাড়া বাঁচবো না,
তোমার মাঝেই প্রাণের রসদ
তুমি কেনো বোঝো না।


মেঘলা দিনে ঝড়কে দেখে
কখনো ভয় করবো না,
লড়াই করে বাঁচার আশা
আমি যে ভাই ছাড়বো না।


বন্যা খরা সইবো সবই
মরার আগে মরবো না,
দুর্দিনেতেও স্বপ্নজয়ের
নেশা আমি ছাড়বো না।