আপন ভেবে--যাদের আমি রাখবো ভাবি ধরে,
সবার আগে তারাই দেখি যায় যে দূরে সরে।


প্রভাত বেলা ভোরের রবি আকাশ করে আলো,
ক্ষনিক বাদে--মেঘের ভেলা রঙ যে তার কালো।


ক্ষণস্থায়ী----- প্রেমের খেলা কিস্তি দিয়ে মাত,
দাবার চালে গলদ ভরা আঁধার ঘন রাত।


জোছনা ভরা নদীর জলে মরীচিকার ফাঁদ,
ভালোবাসার কাহিনীগুলো গভীর কোনো খাদ।


একলা চলো একলা থাকো জীবন রণ-ভূমি,
ভালোবাসার খোঁজে যে তবু পাগল আমি তুমি।