তখন, শীতের প্রথম প্রহর হবে
হিমেল হাওয়া আমি স্নাত,
চারিদিকে ঘণ কুয়াশার আচ্ছাদন
হৃদয়ে মর্মর ধ্বনি অবিরত।


আলগা মনের বাঁধনে যখন
আমি পড়েছি খসে,
তখন তুমি বিদেশে, ব্যস্ত ভীষন
হিসাব কষছো কষে।


প্রথমে একটা, তারপর আরেকটা
তারপর একদিন সব শেষ,
কম্পাসহারা নাবিক হয়েছে দিকভ্রান্ত
ভালোবাসার খেয়া নিরুদ্দেশ।


বসন্তের অপেক্ষা-- সে তো সবাই করে
ঝরাপাতার খবর কি কেউ রাখে?
যারা চলে যেতে চায়, তারা যে চলেই যায়,
কখনো সাড়া দেয় না পিছুডাকে।