জীবন মানে প্রতিদিনই
যুদ্ধ যুদ্ধ খেলা,
চলার পথে ঘাত প্রতিঘাত
সামলাতে যায় বেলা।


মায়ের গর্ভেই শুরু হয় যে
জীবন জয়ের যুদ্ধ,
পান থেকে চুন খসলে পরেই
মানুষ যে আজ ক্ষুব্ধ।


শিক্ষার্থীদের মধ্যে চলে
প্রথম হওয়ার লড়াই,
পিতা মাতার মুখে সদাই
সন্তানেরই বড়াই।


কলেজ জীবন  চাকরি আফিস
প্রমোশনের চেষ্টা,
জীবনে যে চাওয়া পাওয়ার
অফুরন্ত তেষ্টা।


শখের নেশায় কেউ যে ছোটে
বেপরোয়া হয়ে,
সারাজীবন কেউ কে শুধুই
যন্ত্রণা যায় সয়ে।


ওঠা নামা চলতে থাকে
জীবনেরই বৃত্তে,
সত্য পথের পথিক সদাই
থাকে নির্ভয় চিত্তে।


কেউ আবার হয় লোভের শিকার
ভরায় পাপের ঘড়া,
জীবন তাদের নিঃশব্দে হয়
অন্ধকারে ভরা।


কারোর মাথায় চিন্তা ভীষণ
কেউ যে থাকে মজায়,
জীবনের এই রঙ্গমঞ্চে
সবাই শুধু সুখ চায়।


জন্ম যেমন সত্য তেমন
মৃত্যুও যে নিশ্চিত,
তবু মানুষ নিজের ভুলে
হিসাব করে হারজিত।


মোহের বাঁধন রিপুর বাঁধন
জীবন করে নষ্ট,
সব জেনেও লোভী মানুষ
বাড়ায় নিজের কষ্ট।