যুদ্ধ যুদ্ধ চলছে খেলা মরছে গরীব মানুষ
চারিদিকে উড়ছে কেবল হিংস্রতার ফানুস।


শিক্ষা-দীক্ষা জ্ঞান-বিজ্ঞান যাচ্ছে ডুবে জলে,
ভাঙছে দেশের অর্থনীতি রাজার কর্মফলে।


প্রজারা মরে অনাহারে আজব রাজনীতি,
রাজস্ব আর আগ্রাসনেই রাজার বেশি প্রীতি।


রাজায় রাজায় দ্বন্দ্ব বাঁধে ভাগ বাটোয়ারা নিয়ে,
মিথ্যা শান্তির বুলি আওড়ানো নামাবলি দিয়ে।


তাইতো বলি,


অনেক হলো এবার জাগো মূর্খ প্রজার দল,
দুষ্ট রাজার শিরচ্ছেদে দেখাও নিজের বল।


যুদ্ধ হলে তোমার আমার সদাই হয় যে ক্ষতি,
স্বার্থান্বেষী রাজার কেবল নিজের স্বার্থেই মতি।


উচিত শিক্ষা পারলে দিতে থাকবে না আর দুঃখ,
সকলেই যে বুঝবে সেদিন শান্তিই জীবনের মূখ্য।


মিলেমিশে থাকাই যে সুস্থ সমাজের মন্ত্র,
প্রতিষ্ঠিত হবে সেদিন প্রকৃত প্রজাতন্ত্র।