ঝিঙে গাছে ফিঙের নাচন
দেখছে খুকু চেয়ে,
কাঠবিড়ালি উঠছে গাছে
পাঁচিল তাদের বেয়ে।


বাবুই পাখি তাল গাছেতে
বুনছে তাদের বাসা,
ছোট্ট পাখির নিপুণ শিল্প
লাগছে ভারি খাসা।


মাছরাঙাটা চুপটি করে
বসে সজনে ডালে,
চোখের পাতা পড়ছে না তার
মাছ ধরারই তালে।


বকরা সব মাঠের ধারে
দাঁড়িয়ে এক পায়ে,
কয়েকটা বক বসলো উড়ে
একটা গরুর গায়ে।


পায়রাগুলো বকম বকম
উড়লো ছাদের থেকে,
হাঁস ছানারা ভাসছে জলে
প্যাঁকর প্যাঁকর ডেকে।