কবির চোখে কবিতা হলো
না বলা দুঃখ কথা,
পাতায় পাতায় সাজিয়ে রাখা
সুপ্ত যত ব্যথা।


কবির চোখে কবিতা হলো
প্রেমের সহজপাঠ,
ভাষায় ছন্দে প্রেমের চিঠি
উন্মাদ বৃষ্টির ঝাট।


কবির চোখে কবিতা হলো
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর দেশ,
রূপকথারই রাজ্য জুড়ে
ভালোবাসার রেশ।


কবির চোখে কবিতা হলো
সূর্য ওঠা ভোর,
প্রতিবাদী ঝড় বিদ্রোহী গানে
খোলো এবার দোর।


কবির চোখে কবিতা হলো
চাঁদের জ্যোৎস্নালোক,
কলমের আঁচড়ে ফুটিয়ে তোলা
মনের যত শোক।


কবির চোখে কবিতা হলো
পাহাড় নদী ঝর্ণা,
ধরণীর বুক স্নেহ মায়ায়
সবুজ শ্যামল বর্ণা।


কবির চোখে কবিতা হলো
ভাইয়ের মায়ের স্নেহ,
বাবার মতো এতো আপন
আর যে নেই কেহ।


কবির চোখে কবিতা হলো
পাখির মিষ্টি গান,
প্রতিটা বর্ণে প্রতিটা শব্দে
সঞ্চারিত প্রাণ।


কবির চোখে কবিতা হলো
উন্মুক্ত এক দর্পণ,
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
জীবনেরই দর্শন।