দরগা মন্দির মসজিদ গীর্জায়
ভিক্ষুকের ভিড় জমে,
তাদের দিলে সামান্য দান
পাপ যে কিছু কমে।


ঈশ্বর আল্লাহ ঘুরে বেড়ান
মানবেরই মাঝে,
ভক্তের ভক্তির পরীক্ষা নেন
ভিক্ষুকেরই সাজে।


চান না ঈশ্বর সোনা জহরত
হাজার একর ভূমি,
মানব প্রেমেই তুষ্ট তিনি
জেনো সদাই তুমি।


সাধুর বেশে ভন্ডেরা সব
অবাধে লুট করে,
সুযোগ বুঝে লোক ঠকিয়ে
তারা সরে পড়ে।


মানব সেবাই ঈশ্বর সেবা
এটাই পরম মন্ত্র,
বৃথা তাদের লোক দেখানো
জাকজমকের তন্ত্র।