সুযোগ পেলে আসবো ঘুরে
মেঘ পিয়নের বাড়ি,
জানবো তারা কেমন করে
ভিনদেশে দেয় পাড়ি।


জানবো আমি তাদের কাছে
কোন অজানা সুখে,
জলের কণা লুকায় তারা
নিজের শূন্য বুকে।


কিসের জন্য তারা অমন
কালচে রঙে সাজে,
ঝগড়া হলে কালো মেঘে
বজ্র কেন বাজে?


শরতের মেঘ ওড়ে কেনো
পেঁজা তুলোর মতো,
সেই তুলো কি ছবি আঁকে
নিজের ইচ্ছামত।


পৌঁছে যদি যাই কখনো
মেঘ পিয়নের ঘরে,
জানবো তারা কিসের খবর
বইছে কাঁধে করে।


শুনবো আমি তাদের কাছে
সূর্য কোথায় থাকে,
সন্ধ্যে বেলা হলেই তাকে
পশ্চিমে কে ডাকে?


শুনবো আমি তাদের থেকে
পাহাড় নদীর গল্প,
সবটা শুনে আকবো শেষে
কাব্যে চিত্রকল্প।