ভারত আমার জন্মভূমি ভালবাসায় ভরা
ফুলে ফলে বৃক্ষমেলায় সে যে হৃদয় হরা,
বৃক্ষ রোপন করে তাকে রাখবো সবুজ আমি
জন্মভূমির সৌন্দর্য যে সবার কাছে দামি।


নদীমাতৃক দেশ যে আমার সম্পদ মোদের কৃষি
এই দেশেতেই জন্মেছেন যে অনেক মুনিঋষি
তাদের সবার একই বাণী করো দেশকে ভক্তি
জয় করা যায় কঠিন পথও থাকলে মনে শক্তি।


পাহাড় সাগর সবই আছে আমার সোনার দেশে
নানা ধর্ম নানা জাতির মানুষ হেথায় মেশে,
মুচি মেথর নাপিত কৃষক থাকি ভাইয়ের মতো
একই সুরে মিলেমিশে এটাই মোদের ব্রত।


মন্দির মসজিদ গির্জা দরগা আছে আমার দেশে,
গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সাগর জলে মেশে,
আমার দেশে আছে খনিজ আছে তেলের খনি,
পর্যটনের পীঠভূমি সবার নয়ন মণি।


এই দেশেতেই আছে আমার মায়ের চরণধূলি,
দেশের সেবায় মনের মাঝের দুঃখ সকল ভুলি।
উৎসবমুখর দেশটি আমার সকল দেশের সেরা
একই বিনি সুতোয় গাঁথা ভালোবাসায় ঘেরা।