রাখির বাঁধন মনের বাঁধন
সুতোর বাঁধন নয়,
সেই বাঁধনেই দূরীভূত হয়
হিংসা বিবাদ ভয়।


বোনের আবদার মেটায় দাদা
দাদার আবদার বোন,
ভাইয়ের প্রতি দিদির স্নেহ
থাকে সর্বক্ষণ।


পূর্ণিমা এই তিথির আলোয়
সাজে চতুর্দিক,
খুশির স্রোতে আঁধার মুছে
করে যে ঝিকমিক।


জাতি বিভেদ মোছে রাখি
বাজে মিলন গান,
হিন্দু মুসলিম একই সুতোয়
বাঁধা দুটি প্রাণ।


ভারতবাসীর কাছে সেদিন
কবি দিলেন ডাক,
রাখি বন্ধনে বিভেদ যত
ধুয়ে মুছে যাক।


একত্রিত প্রাণ সর্বদাই যে
শত্রুর কাছে ত্রাস,
বঙ্গভঙ্গ রোধের লক্ষ্যই
রাখির ইতিহাস।