কাঁদছে আকাশ,কাঁদছে বাতাস,কাঁদছে মাঠের সবুজ বন
দিনে দিনে বাড়ছে দূষণ আসছে ভীষণ দুঃখের ক্ষণ।


কাঁদছে পাহাড় কাঁদছে নদী কাঁদছে জলের সকল মীন,
বিশ্ব উষ্ণায়নের প্রকোপটা যে বেড়ে চলেছে প্রতিদিন।


আবহাওয়ার রোজ পরিবর্তনে বাড়ছে রোগের প্ৰকোপ ভয়,
নগরায়ন আর শিল্পের লোভে মানব বুদ্ধি পাচ্ছে ক্ষয়।


হচ্ছে দুর্ভিক্ষ, হচ্ছে খরা,ভাসাচ্ছে ওই বন্যার জল,
মানুষের নির্মম অত্যাচারেই কাঁপছে ধরণীর ভূমি তল।


হারাচ্ছে পশু, হারাচ্ছে পাখি,সংকটে আজ খাদ্য শৃংখল
ভেষজ উদ্ভিদ হারিয়ে গিয়ে নিঃশব্দে করছে মানুষকে দুর্বল।


বিপদ যখন আসবে ধেয়ে মানুষ বুঝবে সেদিন নিজের ভুল,
থাকলে সবুজ থাকবে যে প্রাণ বাঁচবে সকল প্রাণিকুল।