শ্রাবণ ঘন বাদল ক্ষণে
রবির কথা পড়ে মনে
নয়ণ ভরা জলে,
অনেক দূরে আছেন যিনি
প্রাণের ঠাকুর সবার তিনি
প্রণাম চরণ তলে।


লেখায় গানে স্মরণ করি
ফুলের মালায় ওঠে ভরি
গুরুদেবের ছবি,
ছোটগল্প উপন্যাসে
তাঁর কথাই যে মনে ভাসে
অমর বিশ্ব'কবি।


বাংলা মায়ের অপার স্নেহ
তাঁর মতো আর নেই যে কেহ
শ্রেষ্ঠ সকল সৃষ্টি,
ছোট্ট থেকেই কলম ধরে
রেখে গেছেন মোদের তরে
কাব্যসম্ভার বৃষ্টি।


রাখি বন্ধন নোবেল জয়ে
নাইট ত্যাগে বিনা ভয়ে
তিনি চন্দ্র সূর্য,
দুটি বাংলার গানের সুরে
দুঃখ প্রেমে হৃদয় জুড়ে
বাজে তাঁরই তূর্য।