হঠাৎ করে বৃষ্টি এলো
ঘন কালো মেঘে,
এইতো ছিল রোদ ঝলমল
বইলো বায়ু বেগে।


দিনের মাঝেই মেঘের ঠেলায়
সূর্য গেল  পাটে,
ঝম ঝমানো বৃষ্টি দেখে
ভিড় কমলো হাটে।


ফাঁকা হলো রাস্তা সকল
লাগলো তাড়াহুড়ো,
মাথা গোঁজার ঠাঁইয়ের খোঁজে
বাচ্চা জোয়ান বুড়ো।


কিচিরমিচির শব্দ করে
ফিরল পাখি ঘরে,
প্রবল হাওয়ায় গাছগুলো সব
এদিক-ওদিক নড়ে।


জানলা থেকে হাত বাড়িয়ে
অঝোর বৃষ্টি দেখে,
ছোট্ট মেয়ে দুহাত ভরে
নিলো তাকে মেখে।


বন্ধ হলো খিড়কি কপাট
জ্বললো ঘরে আলো,
ঘন্টাখানেক আকাশ ছিল
বোধহয় এমন কালো।


মেঘের গর্জন বিদ্যুৎ চমক
চললো বারেবারে,
ঘ্যানর ঘ্যানর ব্যাঙেরা সব
ডাকলো পুকুর পাড়ে।


চারিদিকে জলে থৈ থৈ
বৃষ্টি থামার পরে,
মেঘের চাদর আকাশ হতে
গেলো দূরে সরে।


ফুটলো আলো থামলো বাতাস
সূর্য আবার হাসে,
বৃষ্টি ভেজা মাটির গন্ধ
কে না ভালোবাসে।


পাড়ার ছেলে ঝাঁকি হাতে
এলো দলে বলে,
ধরবে তারা মাছ যে এবার
পথের জমা জলে।


কিছু কিশোর ফুটবল নিয়ে
চললো খেলার মাঠে,
বৃষ্টি থামার সাথে সাথেই
ভিড় জমেছে হাটে।