বন্দী পাখি খুঁজে বেড়ায়
স্বাধীনতার সুখ,
সোনার খাঁচা চাই না যে তার
দুচোখ ভরা দুখ।


মুক্ত আকাশ মুক্ত বাতাস
বড়ই প্রিয় তার,
খাঁচার ভিতর পরাধীন সে
জীবন ছারখার।


সকাল সাঁঝে চিৎকার করে
মুক্তি সে তাই চায়,
রবির কিরণ মাখতে গায়ে
ডানা ঝাপটে যায়।


ঠাণ্ডা ঘরে ভালো খাবার
চায় না পাখির মন,
পাখির প্রিয় গাছ গাছালি
সবুজ স্বাধীন বন।


নদী সাগর ডাকে তাকে
বলে ছুটে আয়,
পাহাড় ঝর্না বন্দী পাখি
দেখতে রোজই চায়।