সময় চলে আপন তালে
থামতে যে তার মানা,
কেউ জানেনা কোথায় যাবে
কোথায় শেষ ঠিকানা।


ক্ষণে ক্ষণে পট পরিবর্তন
তৈরি হাজার স্মৃতি,
কোথাও হচ্ছে নতুন শুরু
কোথাও টানছে ইতি।


ভাঙছে গড়ছে নষ্ট করছে
হচ্ছে নতুন সৃষ্টি,
কিছু আগেই ছিল রোদ্দুর
এখন প্রবল বৃষ্টি।


শিশুর বয়স যাচ্ছে বেড়ে
কৈশোর তাকে ডাকে,
হঠাৎ কখন বার্ধক্য নামে
সময়েরই ফাঁকে।


মনের মধ্যে বাঁধছে বাসা
প্রেম ও ভালোবাসা,
পূর্ণ অপূর্ণের দোলাচলে
বুক ভরানো আশা।


স্বপ্নের পিছে ছুটতে গিয়ে
যাচ্ছে সময় চলে,
ফিসফিসিয়ে শেষের খবর
যাচ্ছে কানে বলে।


প্রবীণ নিচ্ছে বরণ করে
নবীন গ্রহ তারা,
সময় বড়ই দামাল ছেলে
দেয় না ডাকে সাড়া।


চলছে যুদ্ধ রাজায় রাজায়
মরছে সৈন্য সেপাই,
সময় বলছে দায়িত্ব অনেক
ইতিহাস বয়ে বেড়াই।


কাটাকুটির চলছে খেলা
সময় করছে বন্দী,
কেউ কোনদিন বোঝেনি আজও
তার মনে কি ফন্দী?


অঙ্ক শুরুর আগেই যে তার
ফলাফল সব জানা,
আগে থেকে বলতে কেবল
রয়েছে তার মানা।