ভাঙন ধরা আঙনে আজ
সবার বড়ই দুঃখ,
মানুষগুলোর মনের বাঁধন
সদাই ছিলো সূক্ষ।


মিলেমিশে থাকায় তাদের
নেই যে কোন মতি,
অন্যের সুখে মনের মাঝে
কষ্ট তাদের অতি।


নিজের কথা ছাড়া তারা
বোঝে না আর কিছু,
স্বার্থ নেশায় মগ্ন মানুষ
নিজেরাই হয় নিচু।


জলের তোড়ে যায় যে ভেসে
ঠুনকো বাঁধের মাটি,
সবার জন্য ভাবে যে জন
সেই মানুষই খাঁটি।


দীপাবলীর আঁধার রাতে
জ্বালাই দীপের আলো,
একসাথে যে থাকলে তারা
মোছে আঁধার কালো।