তুমি যখন রুদ্র-রূপে হয়ে ওঠা বিভীষিকা
আমি তখন ঝরে পড়া  প্রথম কোমল বৃষ্টি,
তুমি যখন এলোকেশী উন্মাদ প্রলয়ের ডঙ্কা
আমি তখন বরাভয়, করি নতুন প্রাণস্পন্দন সৃষ্টি।


তুমি যখন দামাল কিশোর বক্ষে শুধুই তৃষ্ণা
আমি তখন হৃদ সরসতা-- প্রেমে স্নেহধন্যা,
তুমি যখন উদাস পথিকের কণ্ঠে বিষ জ্বালা
আমি তখন মূর্ছিত প্রাণে নব যৌবন বন্যা।